ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৪:৩৭ পিএম
রুশ প্রেসিডেন্ট বলেছেন, শুধুমাত্র রুশপন্থী হওয়ার কারণে গত ৮ বছর ধরে ইউক্রেনের দোনেস্ক এবং লুহান্সক শহরের হাজার হাজার রুশপন্থী নাগরিকরা অমানুবিক নির্যাতের স্বীকার হয়েছেন। ওইসব নাগরিকদের রক্ষা করতেই এ হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পুতিন। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পনের আহবান জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, কেউ রাশিয়াকে ধামানোর চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর জবাব দেওয়া হবে। বলেছেন, বাঁধা দিলে এমন পরিনতি ভোগ করতে হবে যা তারা আগে কোনদিন কল্পনাও করেনি তারা। পশ্চিমাদের অব্যাহত অবরোধের মুখে পুতিন বলেছেন, যেকোন পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন বলেছেন, “ বেসামরিক নাগরিকরা নিহত হোক, এমনটা চায়না মস্কো। আত্মসমর্পন করলে যুদ্ধাবস্থায় থাকা এলাকাগুলো থেকে নাগরিকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুতিন বলেছেন, সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেই হামলা চালাচ্ছে রুশ সৈন্যরা।
আরও পড়তে পারেন-
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা, নিহত ৫৮