ইউক্রেনকে সদস্য করে নিন, ইইউকে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ০৫:০০ পিএম

ইউক্রেনকে সদস্য করে নিন, ইইউকে জেলেনস্কি

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলমান ন্যাটো দেশভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান পর্যায়ের সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হন জেলেনস্কি। ইউক্রেনের পাশে থাকার জন্য পোল্যান্ড, এস্তোনিয়া, চেক রিপাবলিক এবং ইতালিসহ বেশ কয়েকটি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউক্রেন ইস্যুতে জার্মানি, পর্তুগাল এবং আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ পদক্ষেপ নিতে গড়িমসি করছে। যার ফলে ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণকে ইউক্রেনের পাশে থাকার আহবান জানান জেলেনস্কি। তিনি বলেন, সময় এসেছে এখন সিদ্ধান্ত নেওয়ার; আপনারা কার পক্ষে। রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপের ক্ষেত্রে কোন ধরণের বিলম্ব না করতে হাঙ্গেরির প্রতি আহবান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ন্যাটোর সম্মেলনে ভার্চয়ালী বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে আবারও একটি ভিডিও বার্তা পাঠান জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে সংস্থাটির সদস্যদের প্রতি আহবান জানান।   

Link copied!