করোনা জয় করেছি, রুশদের বিরুদ্ধেও জয় পাব: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০৮:০২ পিএম

করোনা জয় করেছি, রুশদের বিরুদ্ধেও জয় পাব: জেলেনস্কি

করোনাভাইরাস মোকাবিলায় যেমন সফল হয়েছে, তেমনি  যুদ্ধেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয় পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার নতুন এক ভিডিও বার্তায় এ কথা বলেন  রাতারাতি বিশ্বের পরিচিত মুখ হয়ে ওঠা জেলেনস্কি।

আরও পড়তে পারেন: ইউক্রেনে ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি জেলেনস্কির

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নতুন ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে যেমনটা জয়ী হয়েছে কোভিড-১৯ নামে ‘আরেকটি ভাইরাসের’ বিরুদ্ধে। ইউক্রেনের মূল শহরগুলো যখন রুশ দখলে চলে যাওয়ার উপক্রম হয়েছে, তখন তিনি এই মন্তব্য করলেন।

গত ২৪ ফেব্রুয়িারি  ইউক্রেনে ‘বিশেষ অভিযানের’ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। এরপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। উভয়পক্ষেই সহস্রাধিক সৈন্য হতাহত হয়েছে। এমতাবস্থায় ইউক্রেনের বিভিন্ন শহরে তীব্র লড়াই হচ্ছে।

আরও পড়তে পারেন: জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশসহ ৩৫দেশ

নতুন ভিডিওতে জেলেনস্কি বলেন, “পূর্ণ-মাত্রায় যুদ্ধের’ ‘প্রথম ঘন্টা এবং দিনগুলো’ ‘সত্যিই কঠিন’ ছিল। কিন্তু ইউক্রেনীয়রা একত্রিত এবং তাই শক্তিশালী, এবং এজন্য আমরা সুরক্ষিত আছি। এবং তাই এটি অব্যাহত থাকবে। আমাদের রুখে দাঁড়ানো অব্যাহত থাকবে।”

এখনো ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে তীব্র লড়াই হচ্ছে জানিয়ে জেলেনস্কি আরও বলেন, “ গত কয়েকদিনের চেষ্টায়ও শহরটি দখল করতে পারেনি রাশিয়ানরা। প্রতিরক্ষার ব্যুহ আমরা ভেদ করতে দেইনি। কোনো কৌশলগত দিক থেকেই সফলতা পায়নি শত্রুরা।”

রুশ বাহিনী ‘কৌশল পরিবর্তনে বাধ্য’ হয়েছে উল্লেখ করে জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা এটি প্রমাণ যে তারা আমাদের মাটিতে উল্লেখযোগ্য কিছু করতে ব্যর্থ হয়েছে।”

Link copied!