কিয়েভ থেকে পালাবেন না জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৫:৪৪ পিএম

কিয়েভ থেকে পালাবেন না জেলেনস্কি

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিজ দপ্তর থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ হামলার পর এই প্রথম তিনি তার অফিস থেকে ভিডিও বার্তা দিলেন। সেখানে তিনি বলেছেন, রাজধানী কিয়েভেই থাকবেন তিনি। কারো হুমকির মুখে তিনি ভীতসন্তুস্ত নন বলে দেশবাসির উদ্দেশ্যে ভিডিও ছাড়েন জেলেনস্কি। সম্প্রতি একেক সময় একেক জায়গা থেকে অবস্থান জানান দেওয়ায় তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিলো।   

চলমান অবস্থায় আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত হয়ে ব্রিটিশ পার্লামেন্টের চেম্বারে ভাষণ দেবেন জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ভাষণে পশ্চিমাদের সামরিক সহায়তা এবং ইউক্রেনে নো ফ্লাই জোন বাস্তবায়নে সহায়তা চাইতে পারেন তিনি।

 

Link copied!