ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রতিনিধি পাঠাতে প্রস্তুত পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৯:২৯ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রতিনিধি পাঠাতে প্রস্তুত পুতিন

ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে শুক্রবার সন্ধ্যায় রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টাইমস এ খবর জানিয়েছে।

পেসকভ বলেন, 'ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রতিনিধিদের একটি দল মিনস্কে পাঠাতে প্রস্তুত।'

শুক্রবার দ্বিতীয় দিনের হামলার পর বিকেলে রাশিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিল ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক বলছিলেন যে রাশিয়া যদি মস্কোতে আলোচনা করতে চায়, এতেও তারা প্রস্তুত আছেন।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন যে ইউক্রেনের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই তারা আলোচনায় বসতে প্রস্তুত।

আরও পড়ুন:

এক হাজার রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

Link copied!