আত্মসমর্পন না করে জীবন দিলেন তারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৯:৩৯ পিএম

আত্মসমর্পন না করে জীবন দিলেন তারা

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্নেক আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রুশ জাহাজের পক্ষ থেকে ইউক্রেনীয় সেনাদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল। তাঁদের বলা হয়েছিল, ‘আপনাদের অস্ত্রগুলো জমা দিন এবং আত্মসমর্পণ করুন। তা না হলে আপনাদের ওপর ফাঁকা গুলি ছোড়া হবে। আপনারা কি আমাদের কথা বুঝতে পারছেন?’ তবে রুশ যুদ্ধ জাহাজের সে আহ্বান উপেক্ষা করে ইউক্রেনের সীমান্তরক্ষীদের তখন বলতে শোনা যায়, ‘বেশ বলেছ’। এরপর তাঁরা রাশিয়ার ওই যুদ্ধ জাহাজের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং সেখান থেকে সরে যেতে বলেন। পরে রুশ বোমা হামলায় মারা যান তাঁরা।

দেশের নিরাপত্তা রক্ষীদের এমন সাহসিকতার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিরাপত্তা রক্ষীদের সবাইকে মরণোত্তর ‘যুদ্ধ বীর’ হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ‘আমাদের জিমিনি দ্বীপকে (স্নেক আইল্যান্ড) সুরক্ষিত রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সীমান্তরক্ষীরা। বীরত্বপূর্ণভাবে জীবন বাজি রেখেছেন। তারপরও হাল ছেড়ে দেননি। তাঁদের সবাইকে ইউক্রেনের বীর হিসেবে মরণোত্তর স্বীকৃতি দেওয়া হবে। ইউক্রেনের জন্য যাঁরা জীবন দেন তাঁদের চিরন্তন স্মারক এ স্বীকৃতি।

Link copied!