দনবাসের রেল স্টেশনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০৯:৩৬ পিএম

দনবাসের রেল স্টেশনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাটোরস্ক-এর একটি রেল স্টেশনে রুশ বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২ জনে। গতকাল শুক্রবার ওই হামলায় তাৎক্ষণিকভাবে ২০ জনের প্রাণহানী ঘটে। যদিও রাশিয়া হামলার এ অভিযোগ অস্বীকার করেছে। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, লুহানৎস্ক ও ডোনেৎস্ক শহরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে দনবাস শহরের উপর রুশ হামলা জোরদার করা হয়েছে। 

ওদিকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে শনিবার দাতাদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করেছে পোল্যান্ড। সম্মেলনে রুশ হামলায় বসতভিটা হারানো ১১ মিলিয়ন বেসামরিক নাগরিককে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা হওয়ার কথা। গত ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে হামলা শুরুর পর ২৫ লাখ ইউক্রেনিয়ান দেশটি ছেড়ে পোল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছে। নতুন করে শরনার্থী ভিড় করেছেন জার্মানিতে। দেশটিতে ৫৯৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জাতিসংঘ বলছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪.৩ মিলিয়ন বেসামরিক নাগরিক ইউক্রেন ছেড়ে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।        

Link copied!