ন্যাটো এখন আরও শক্তিশালী: জো বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ১০:৫১ এএম

ন্যাটো এখন আরও শক্তিশালী: জো বাইডেন

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া যদি কোন ধরণের রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র ব্যবহার করে তবে দেশটির বিরুদ্ধে বিশ্ব এক হয়ে ব্যবস্থা নেবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলমান ন্যাটো দেশভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান পর্যায়ের সম্মেলনে বাইডেন বলেন, ন্যাটো এর আগে কখনও এতটা ঐক্যবদ্ধ ছিলো না। রুশ প্রেসিডেন্ট পুতিন যেমনটা আশা করেছিলেন, ন্যাটোর বর্তমান অবস্থা এখন ঠিক তার উল্টো। বাইডেন বলেন, মস্কোকে চূড়ান্ত আঘাত করার আগ পর্যন্ত সম্মিলিত নিষেধাজ্ঞা চলতে থাকবে। সম্মেলনে যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতারা নির্দিষ্ট করে বলেননি, ক্যামিকেল অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তায় স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রুমানিয়ায় ৪০ হাজার সৈন্য পাঠানোর তথ্য নিশ্চিত করেন ন্যাটো প্রধান সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনটেনবার্গ। জার্মান চ্যাঞ্ছেলর ওলাফ শলৎস এবং ইউরোপিয় ইউনিয়নের প্রধান ভন ডের লায়েন বলেছেন, জ্বালানীর দাম রাশিয়ান মুদ্রা রুবলের মাধ্যমে পরিশোধ করতে হতে পারে- এমন যে দাবি মস্কো করেছে তা মানা হবে না। তারা বলেছেন, জ্বালানী নিয়ে রাশিয়ার ব্লাকমেইলের সময় ফুরিয়ে এসেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধে জেলেনস্কির জেতার সম্ভাবনা বেশি। তিনি মনে করেন, পুতিন শান্তি স্থাপনে বিশ্বাসী নন।

Link copied!