পুতিনকে যে প্রস্তাব দিলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১০:৩৯ পিএম

পুতিনকে যে প্রস্তাব দিলেন জেলেনস্কি

ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর থেকে তা মোকাবিলা করে আসছে ইউক্রেন। যুদ্ধ শুরুর চতুর্থ দিন রবিবারও রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিমান  হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এমতাবস্থায় যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে ইউক্রেনের একটি প্রতিনিধি দল পাশের দেশ বেলারুশে এসেছে বলে দাবি করেছে রাশিয়া।

ওই প্রতিনিধি দলের বরাত দিয়ে পুতিন প্রশাসন জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশের রাজধানী মিনস্কে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি (জেলেনস্কি) চলমান যুদ্ধ বন্ধ করতে ইউরোপের অন্য কোনো শহরে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “মিনস্কে আলোচনা সম্ভব হতে পারত যদি রাশিয়া বেলারুশিয়ান ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ না করত। তবে অন্য স্থানে আলোচনার দরজা খোলা আছে।”  

জেলেনস্কি বলেন, “যদি আপনার অঞ্চল থেকে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না হতো, আমরা মিনস্কে কথা বলতে পারতাম...। অন্য শহরগুলোকে আলোচনার স্থান হিসেবে ব্যবহার করা যেতে পারে।”

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, “অবশ্যই আমরা শান্তি চাই, আমরা দেখা করতে চাই, আমরা যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু—এসব জায়গায় আলোচনায় বসার জন্য আমরা রাশিয়ার কাছে প্রস্তাব করেছি।”  

জেলেনস্কি আরও বলেন, “অন্য যেকোনো শহরও আমাদের জন্য উপযুক্ত হবে—এমন একটি দেশে, যার ভূখণ্ড থেকে আমাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এটিই একমাত্র উপায়, যাতে আলোচনা ফলপ্রসূ হতে পারে এবং সত্যিই যুদ্ধের অবসান ঘটাতে পারে।”

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। যুদ্ধের তৃতীয় দিন শনিবার এবং চতুর্থ দিন রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ চলছে।

রবিবার ইউক্রেনরে আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নোভা কাখোভকা শহরটি রুশ সেনাদের দখলে চলে যায়। শহরটির মেয়র ভলোদিমির কোভালিঙ্কোর বরাত দিয়ে বিবিসি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ তথ্য জানায়।

অন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়া বেশ সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই রুশ সেনাবাহিনী  ইউক্রেনের  খেরসন, মিকোলেইভসহ বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিতে পারে।

এদিকে, তাসসহ ব্শে কয়েকটি রুশ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।’

Link copied!