পোল্যান্ডে পালিয়েছেন ইউক্রেনের ১২ লাখ মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৪:৫৬ পিএম

পোল্যান্ডে পালিয়েছেন ইউক্রেনের ১২ লাখ মানুষ

রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর সীমান্ত অতিক্রম করে ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ পোল্যান্ডে পালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার  পোলিশ বর্ডার গার্ড এজেন্সি এ তথ্য জানায়।

আরও পড়তে পারেন: রাশিয়ার তেল না পেয়ে ইরানের দিকে ঝুঁকছে পশ্চিমারা

পোলিশ  বর্ডার গার্ড এক  টুইটারে জানায়, শুধু সোমবার ১ লাখ ৪১ হাজার ৫০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছে। আগের দিন শুধু রবিবারের রেকর্ড ১ লাখ ৪২ হাজার ৩০০ জন ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছেন।পালিয়ে পোল্যান্ডে যাওয়া মানুষের ৯০ ভাগই ইউক্রেনের নাগরিক। এর বেশিরভাগই  নারী ও শিশু বলে জানিয়েছে পোল্যান্ড সরকার।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৩তম দিন মঙ্গলবারও রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

আরও পড়তে পারেন: কাঁধে অস্ত্র হাতে গোলাপ; কিয়েভে যুদ্ধক্ষেত্রে কেক-শ্যাম্পেনে বিয়ে

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!