ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৩:৩৭ পিএম
রাশিয়ার সামরিক হামলার বিরুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে ফ্রান্স অস্ত্রসহ সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে জানিয়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান।
আরও পড়তে পারেন: সামরিক ঘাঁটিতে হামলা, কিয়েভ জুড়ে ঘন ঘন বিস্ফোরণ
জেলেনস্কি বলেন, “ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে। ফ্রান্সের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম এখন ইউক্রেনের পথে।”
এদিকে শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়ার সংঘাত অনেক দূর পর্যন্ত গড়াবে। এই সংকট স্থায়ী হবে, যুদ্ধ স্থায়ী হবে। এ জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে “
আরও পড়তে পারেন: ভোরের কিয়েভ হয়ে উঠেছে মুখোমুখি রণাঙ্গন
এর আগে, ইউক্রেনের সহায়তায় দেশটিতে সর্বপ্রথম প্রকাশ্যে সামরিক সরঞ্জাম পাঠায় পোল্যান্ড। গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিওস ব্লাকজ্যাক এক টুইটবার্তায় বলেন, এটি ইউক্রেনে সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান।
তিনি বলেন, “আমরা ইউক্রেনকে গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।”