মস্কোর দাবি পূরণ হলে হামলা বন্ধ হবে: পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৭:৫৯ পিএম

মস্কোর দাবি পূরণ হলে হামলা বন্ধ হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।

আজ রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদায়োনের সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ক্রেমলিন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফোনালাপে রুশ প্রেসিডেন্ট তার আগের কথার পুনরাবৃত্তি করে বলেন, ইউক্রেন অভিযান পরিকল্পনা অনুযায়ী ও সময়সূচী অনুসারে চলছে।

ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন বলেছেন, তিনি আশা করেন রাশিয়া-ইউক্রেন আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিরা আরও গঠনমূলক পন্থা অবলম্বন করবেন।

আরও পড়ুন:

যুদ্ধের কারণে ইউক্রেন থেকে বাস্তুচ্যুত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ

Link copied!