মারিউপোলের পতন শিগগিরই, রুশবাহিনীর দশাও ভাল নয়: থিঙ্কট্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৮:৫৮ পিএম

মারিউপোলের পতন শিগগিরই, রুশবাহিনীর দশাও ভাল নয়: থিঙ্কট্যাংক
এখন পর্যন্ত মারিউপোলের প্রায় ৩০ হাজার বাসিন্দা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন
মারিউপোলের প্রায় ৩০ হাজার বাসিন্দা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ছবি: রয়টার্স

রাশিয়ার অব্যাহত হামলার মুখে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরশহর মারিউপোলের পতন অনিবার্য। সামনের সপ্তাহগুলোয় শহরটি চূড়ান্তভাবে দখল করতে পারে রুশ বাহিনী। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজেদের নিয়মিত পর্যালোচনা প্রতিবেদনে এমন আভাস মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এ কথা বলেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আইএসডব্লিউ দাবি করেছে, গতকাল ইউক্রেনের এলাকা দখলের ক্ষেত্রে খুব একটা অগ্রগতি করতে পারেনি রুশ বাহিনী। তবে মারিউপোলের আবাসিক ভবন লক্ষ্য করে যেভাবে হামলা বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে হয় শহরটির কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে হবে, নয়তো রুশ বাহিনী চূড়ান্তভাবে এর দখল নেবে।

থিঙ্কট্যাংক প্রতিষ্ঠানটি আরও বলেছে, গতকাল ইউক্রেনীয় বাহিনী কিয়েভের আশপাশে লড়াইরত রুশ বাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করেছে। খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর অভিযানও প্রতিহত করেছে তারা। আইএসডব্লিউর দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখনো কার্যকর। শুধু বুধবারই তারা ১০টি রুশ বিমান ভূপাতিত করেছে।

ইউক্রেনীয় গোয়েন্দা তথ্যের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সম্ভবত অভিযানের প্রথম ২০ দিনে নিজেদের ক্রুজ ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রায় পুরোটুকুই ব্যবহার করে ফেলেছে। ইতিমধ্যে সিরিয়া থেকে রাশিয়া যেসব যোদ্ধাকে নিয়োগ দিয়েছে, তাঁদের মধ্যেও মনোবল কমে যাওয়ার খবর পাওয়া গেছে। এমনকি যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়ার চেষ্টায় কেউ কেউ নিজে নিজেই ক্ষতবিক্ষত করছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের গোয়েন্দারা আরও দাবি করেছেন, অনেক ভাড়াটে যোদ্ধা ইউক্রেনে লড়াইয়ের জন্য মোতায়েন হওয়াকে ইউরোপীয় ইউনিয়নে চলে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। আজ শুক্রবার হামলার ২৩তম দিন।

Link copied!