মার্কিন প্রেসিডেন্টসহ ১৩ জনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৩:১০ পিএম

মার্কিন প্রেসিডেন্টসহ ১৩ জনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা জারী করেছে রাশিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার পুতিন প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে বলে রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার জবাবে রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন, প্রতিরক্ষামন্ত্রী এল. অস্টিন ও সশস্ত্র বাহিনীর প্রধান এম মিল্লি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে।

আরটি বলছে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশনে প্রবেশ করতে করতে পারবেন না। তবে একইসাথে বলা হয়েছে, রাশিয়ার 'জাতীয় স্বার্থে' ভবিষ্যতে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছেনা।

ক্রেমলিনের বিবৃতি উদ্ধৃত করে আরটি বলছে নিষেধাজ্ঞার তালিকায় "অদূর ভবিষ্যতে" আরো নাম স্থান পাবে।

আমেরিকার "যেসব কর্মকর্তা, সাময়িক কর্মকর্তা, আইন-প্রণেতা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্ব রুশোফোবিক (রুশ বিদ্বেষী) অথবা রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোতে ভূমিকা রাখছেন" তাদেরও কালো তালিকাভুক্ত করা হবে। আমেরিকাও এর আগে রাশিয়ার বেশ কজন ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে, রাশিয়া এই সিদ্ধান্ত ঘোষণার আগে যুক্তরাষ্ট্র রুশ বেশ কজন সিনিয়র রুশ প্রতিরক্ষা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তাদের মধ্যে রাশিয়ার বেশ কজন উপমন্ত্রী এবং সরকারি একটি নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের মহাপরিচালক রয়েছেন।

কানাডাও মঙ্গলবার ১৫ জন সিনিয়র রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় ঢুকিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনও রাশিয়ার ওপর আরেক দফা অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে, যার অংশ হিসাবে ইউরোপ থেকে রাশিয়ায় গাড়ি সহ বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে।

 সূত্র: আরটি, বিবিসি, সিএনএন

Link copied!