মুসলিম দেশগুলোর প্রতিও একইরকম সহানুভূতি দেখান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৩:২৭ পিএম

মুসলিম দেশগুলোর প্রতিও একইরকম সহানুভূতি দেখান

রাশিয়া ও ইউক্রেনকে অবিলম্বে হামলা-অভিযান বন্ধ করে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে নীতিগত বৈষম্যমূলক আচরণের দায়ে অভিযুক্ত করে এরদোগান মুসলিম দেশগুলোর প্রতিও একইরকম সহানুভূতি দেখানোর আহ্বান জানান।

স্থানীয় সময় বুধবার এক অনুষ্ঠানে দেওয়া  বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে যাওয়ার আহবান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, “শান্তি প্রণয়নে রাখুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ সদস্যদের বলবো, তুরস্কের মতো মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিও দেখান একইরকম সহানুভূতি। কারণ, হরহামেশাই আমরা হামলার শিকার হচ্ছি।”

এরদোগান বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুক চিতিয়ে কথা বলছেন তাই বাহবা পাচ্ছেন। কিন্তু, আমরা যখন নিজ অধিকারের কথা বলতে যাই একই সম্মান পাই না।”

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং ইউক্রেন কারও সাথেই সম্পর্ক নষ্ট করবে না আঙ্কারা। এরদোগান বলেন, “ইউক্রেন এবং রাশিয়ার সাথে তুরস্কের জলসীমা রয়েছে। তাদের দুটি প্রণালী সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে। তাই যুদ্ধের উত্তেজনা কমাতে নিজেদের দুটি প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের উদ্যোগ নেবে তার দেশ।”

ওই দিনের ভাষণে এরদোগান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অবস্থানের সমালোচনা করেন।  আশঙ্কা প্রকাশ করে  তুর্কি নেতা বলেন, “তাদের আচরণ, আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত।”

Link copied!