যুদ্ধ বন্ধে দনবাস অঞ্চল ছেড়ে দিতে রাজি নই: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২২, ০৯:৫৫ এএম

যুদ্ধ বন্ধে দনবাস অঞ্চল ছেড়ে দিতে রাজি নই: জেলেনস্কি

রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটাতে দেশের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছেড়ে দিতে রাজি নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রত্যাশিত বড় ধরণের আক্রমণের মুখে কঠোর প্রতিরোধের জন্য তার বাহিনী প্রস্তুত হচ্ছে বলেও তিনি জানান।

গতকাল রবিবার মার্কিন গণমাদ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, "আমরা কারো ভূমি দখল করিনা, একই সঙ্গে আমাদের কোনো এলাকা অন্যদের দখল করতে দেওয়া হবে না।”  

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “পূর্ব দনবাস অঞ্চলের লড়াই যুদ্ধের ফলাফলকে পুরোপুরিভাবে নতুন রূপ দিতে পারে।”

ডনবাস ঠেকানো গুরুত্বপূর্ণ কেন-এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি সিএনএনকে আরও বলেন, “ দনবাস দখল করলে রাশিয়ান সেনাবাহিনী রাজধানী  কিয়েভ আবার দখলের চেষ্টা করতে পারে। এ কারণে তাদেরকে ঠেকানো আমাদের জন্য এতো গুরুত্বপূর্ণ।

এদিকে, আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কিয়েভ সফরের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ৭৯ বছর বয়সি বাইডেনের ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস।

Link copied!