যুদ্ধ বন্ধের দাবি বার্সেলোনার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:৪৫ এএম

যুদ্ধ বন্ধের দাবি বার্সেলোনার

কাতালানরাও স্বাধীনতা চেয়ে আসছে দীর্ঘদিন ধরে। ইউক্রেন অবশ্য সেখানে সফলতা পেলেও আরেকটি যুদ্ধ এড়াতে পারলো না। কাতালান ক্লাব বার্সেলোনা রাতে ইউরোপা লিগে শেষ ৩২ এর ম্যাচ খেলেছে নাপোলির সঙ্গে। পরের রাউন্ডেও উঠেছে। তবে খেলা শুরুর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে তারা। বিশাল ব্যানার নিয়ে মাঠে হাজির ছিলেন জাভির শিষ্যরা। 

সেখানে তারা দ্বিতীয় লেগে ৪-২ ব্যবধানে জিতেছে। দুই লেগ মিলিয়ে যেটা ৫-৩ ব্যবধান। প্রথম লেগের খেলাটি ১-১ সমতায় শেষ হয়েছিল। বার্সেলোনা শেষ ষোলোতে উঠেছে। 

এই ম্যাচে বার্সেলোনা অবিশ্বাস্য খেলেছে। কোনো সুযোগই তারা দেয়নি নাপোলিকে। পরের রাউন্ডে কার সাথে খেলা সেটা ড্রয়ে নির্ধারণ হবে। 

 

Link copied!