যুদ্ধাপরাধের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০২:৩৪ পিএম

যুদ্ধাপরাধের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত 'দ্রুত শুরু' করতে রাজি হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বুধবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০১৩ সালে ইউক্রেনে রাশিয়াপন্থি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরুর পর থেকে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয় তদন্ত করবেন আইসিসির প্রসিকিউটর করিম এ খান।

তিনি বলেন, কানাডা ও ফ্রান্সসহ ৩৯ দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হতে যাচ্ছে।

বার্তায় প্রসিকিউটর করিম বলেন, “২০১৩ সালের ২১ নভেম্বর থেকে এখন পর্যন্ত ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।”

তার মতে, “অতীতে ও বর্তমানে ইউক্রেনে কেউ যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা চালালে তা তদন্তের সুযোগ আছে।”

Link copied!