রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল-গ্যাস-কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৫:৪৬ এএম

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল-গ্যাস-কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা

রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন, এই আমদানি বন্ধের ফলে তাঁর দেশকে খেসারত দিতে হবে। কিন্তু আইনপ্রণেতারাও এমন পদক্ষেপের ব্যাপারে একমত।

বাইডেন বলেন, ‘আমি আগে যখন এই নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলাম, তখনই বলেছিলাম, স্বাধীনতার জন্য খেসারত দিতে হয়। এই স্বাধীনতার জন্য আমাদেরও মূল্য চুকাতে হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—দুই দলের নেতারাই এটা বুঝেছেন। তাঁরা এ বিষয়ে স্পষ্ট যে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’  রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা হোয়াইট হাউস থেকে দিয়েছেন বাইডেন। এই সময় তিনি আরও বলেন, ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতায় তাঁর দেশ ১০০ কোটি মার্কিন ডলার দেবে।

বাইডেন আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আমেরিকার পরিবারগুলোতে আঘাত করতে শুরু করেছে। ইতিমধ্যে গ্যাস ও তেলের দাম বেড়ে গেছে। রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তের খেসারত যুক্তরাষ্ট্রকে দিতে হবে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে নিজেদের দেশেও খেসারত দিতে হবে আমাদের। পুতিনের যুদ্ধ গ্যাস উত্তোলনে আমেরিকার পরিবারগুলোতে আঘাত করতে শুরু করেছে। ইউক্রেন সীমান্তে রুশ প্রেসিডেন্ট সামরিক জমায়েত শুরু করার পর থেকে আমেরিকায় গ্যাসের দাম ৭৫ সেন্ট বেড়েছে। তার পদক্ষেপ যত জোরালো হচ্ছে, আমাদের কষ্টও বাড়ছে তত।

তিনি বলেন, এখানে পুতিনের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি কমিয়ে আনতে যা করা সম্ভব, আমরা তা-ই করব। আমেরিকার তেল ও গ্যাস কোম্পানিগুলোকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, যুদ্ধ ও তার প্রভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশে কোনোভাবেই মূল্য বাড়ানো যাবে না। কারণ তাতে আমেরিকার ভোক্তাদের শোষণ করা হবে, আমরা তা সহ্য করব না।

সবাইকে রুশ আগ্রাসনের খেসারত দিতে হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, সময়টি মোটেও অতিরিক্ত লাভ কিংবা মূল্যবৃদ্ধির না। এ রকম কিছু করা হলে আমরা সহ্য করব না বলে পরিষ্কার বলে দিচ্ছি। এখন নিজেদের দায়িত্ব পালনের সময় হয়েছে আমাদের।

Link copied!