রাশিয়াকে যুদ্ধ থামাতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০৫:৪০ এএম

রাশিয়াকে যুদ্ধ থামাতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত

রাশিয়াকে এখনই যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচারের গঠিত দ্য ইন্টার‌ন্যাশনাল কোর্ট অব জাস্টিজ-আইসিজে এর বিচারকগণ। বিচারকগণ আদেশে বলেছেন, সামরিক অভিযান বন্ধ করার সাথে, এ অভিযানের সাথে জড়িত কোন ইউনিট অথবা সৈন্য, যেন কোন ধরণের পদক্ষেপ নতুন করে না নেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিচারকগণ বলেছেন, শুধু রাশিয়া নয়, ইউক্রেনের পক্ষ থেকেও সব ধরণের পাল্টা আক্রমণ বন্ধ করতে হবে। বুধবার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকগণ, এ আদেশ বাস্তবায়নের সর্বশেষ অবস্থা কোর্টকে জানাতে রাশিয়ার প্রতি নির্দেশ দিয়েছেন।

ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এ রায়কে ইউক্রেনের বিজয় বলে চিহ্নিত করেছেন। ওদিকে রুশ আগ্রাসনের জবাবে ন্যাটোর পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা, বুধবার ন্যাটোর সেক্রেটারী জেনারেল জেনস স্টোলটেনবার্গকে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে, “তিনি বলেছেন, উত্তেজনা ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়ুক এটা ন্যাটো চায় না। তাই এখনো আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা চলছে।” ওদিকে কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়াকে বহিষ্কার করে বিবৃতি দিয়েছে সংস্থাটি। ইউরোপের সবচেয়ে পুরনো এ রাজনৈতিক সংগঠনে ২৬ বছর আগে যোগ দেয় রাশিয়া।

ওদিকে, ইউক্রেনের মারিউপুলের একটি থিয়েটারে নতুন করে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ওই নাট্যশালায় প্রায় ১ হাজার ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আরেকটি শহরে ইউক্রেনের ৪শ জনকে বন্দি করে রাখার অভিযোগ করা হয়েছে রুশ বাহিনীর বিরুদ্ধে। 

Link copied!