রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২২, ০৩:৫৪ পিএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে অভিহিত করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়া সীমান্তের কাছে পূর্ব ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং শনিবার বলেছেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

গতকাল শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ প্রতিনিয়তই আরও আপত্তিকর হয়ে উঠছে।’ কোনো কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে দাবি করেন লি ইউচেং।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত চীনের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয় না ইতিহাস বারবার আমাদের সেই প্রমাণ দিয়েছে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।’

Link copied!