রাশিয়ার লক্ষ্য ইউক্রেইনের ইতিহাস মুছে ফেলা : জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০৪:৫৫ পিএম

রাশিয়ার লক্ষ্য ইউক্রেইনের ইতিহাস মুছে ফেলা : জেলেনস্কি

যুদ্ধের সপ্তম দিন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেইন ও এর ইতিহাস মুছে ফেলা। তবে কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে ক্রেমলিন ইউক্রেইনের দখল নিতে পারবে না বলে তিনি জানিয়েছেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভে জার্মান ও তাদের ইউক্রেইনীয় সহযোগীদের হাতে ইহুদি নিধনযজ্ঞের স্মৃতি সম্বলিত স্থান বাবিন ইয়ারে রাশিয়ার হামলার প্রসঙ্গ উল্লেখ করে জেলেনস্কি বলেন, “এই হামলা প্রমাণ করছে, রাশিয়ার অনেকের কাছেই আমাদের কিয়েভ পুরোপুরি বিদেশ।

“তারা আমাদের কিয়েভ, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের প্রত্যেকের উপর নির্দেশ আছে আমাদের ইতিহাস, আমাদের দেশ, আমাদের সবাইকে মুছে ফেলার,” ভিডিওতে এমনটাই বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনে এ পর্যন্ত ১৩টি শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে।

Link copied!