রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ৭০ সেনা ‘নিহত’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০১:৪৫ পিএম

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ৭০ সেনা ‘নিহত’

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের ওখতিরকা শহরে দেশটির সেনাবাহিনীর একটি দলের ওপর হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। গত রোববারের ওই হামলায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

সুমি অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি বলেন, ইউক্রেনীয় সেনাদলের ওপর রাশিয়া গোলা হামলা চালিয়েছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতিমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরে ঢুকে পড়েছে তারা। বিভিন্ন শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

দিমিত্র ঝিভিৎস্কি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ধ্বংসস্তূপ থেকে ইউক্রেনের সেনাদের মৃতদেহ বের করে আনতে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা। ধ্বংসস্তূপে উদ্ধারকাজের একটি ছবি ইউক্রেনের যোগাযোগবিষয়ক অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করেছেন তিনি।

অ্যাপ টেলিগ্রামে ঝিভিৎস্কি লিখেছেন, “৭০ জন ইউক্রেনীয় সেনাকে সমাহিত করার জন্য সমাধিস্থল প্রস্তুত করা হচ্ছে।” শত্রুপক্ষও কর্মফল ভোগ করছে উল্লেখ করে ঝিভিৎস্কি আরও বলেন, শহরের রাস্তায় রুশ সেনাদের অনেক মরদেহ পড়ে ছিল। মরদেহগুলো রেডক্রসের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Link copied!