সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:৪৬ পিএম

সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ার দাবি

ইউক্রেনে রুশ হামলার পর দেশটির উপর প্রায় প্রতিদিনই নানা ধরণের অবরোধ আরোপ করেই যাচ্ছে পশ্চিমা দেশগুলো। অবরোধ আরোপের এ তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,কানাডা, জার্মানীসহ প্রভাবশালী দেশগুলো রয়েছে। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলেছেন, শুধু অবরোধ আরোপ করে রাশিয়াকে তার আগ্রাসন থেকে দূরে রাখা যাবে না। এ জন্য আন্তর্জাতিক মুদ্রা আদান-প্রদানের বহুল প্রচলিত ব্যবস্থা সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাশিয়ান এবং ইউরোশিয়ান স্টাডিজের ডেভিস সেন্টারের নির্বাহী পরিচালক এ্যালেকজান্ডার ভ্যাকরক্স। সুইফট সম্পর্কে জানিয়ে তিনি বলেছেন, মূলত এই সিস্টেমে কোন ব্যাংক থেকে টাকা সরাসরি আদান প্রদান করা হয় না, কিন্তু কোথায়, কিভাবে কত টাকা যাচ্ছে তার খবর ম্যাসেজিং সিস্টেমের মাধ্যমে দেওয়া হয়। এটাকে কিছুটা ব্যাংকিং ব্যবস্থার সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়।

প্রায় ২শ টি দেশের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে ব্যবসার আর্থিক লেনদেন হয় সুইফট ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়া হলে তাদের অর্থনীতি বড় ধরণের ধাক্কা খাবে।

Link copied!