সুমি অঞ্চলে রাতভর রুশ বিমান হামলা: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১০, ২০২২, ০৩:৫৭ পিএম

সুমি অঞ্চলে রাতভর রুশ বিমান হামলা: ইউক্রেন

ইউক্রেনের সুমি ওবলাস্ত অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলের শহর ওখতিয়ারকাতে স্থানীয় সময় গতকাল বুধবার রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান দমিত্রো ঝিভিতস্কি বলেছেন, আবাসিক এলাকা ও গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দমিত্রো ঝিভিতস্কি আরও বলেন, ওখতিয়ারকাতে হামলার প্রায় ১০ মিনিট পরে সুমি ওবলাস্ত অঞ্চলের রাজধানী সুমিতে ও বিতিতসিয়া গ্রামে বোমা হামলা হয়। হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার সেনাবাহিনী।

ঝিভিতস্কি আরও বলেন, স্থানীয় সময় সকাল নয়টা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে তিনটি মানবিক করিডর চালু হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া কয়েক দিন ধরে বোমা হামলা চালানোর পর গতকাল সুমি থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:

বাইডেনের ফোন কলে যে কারণে সাড়া দেয়নি সৌদি-আমিরাত

Link copied!