‘রুশ বাহিনী নাৎসিদের মতোই নৃশংসতা চালাচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২২, ০৫:১৮ পিএম

‘রুশ বাহিনী নাৎসিদের মতোই নৃশংসতা চালাচ্ছে’

ইউক্রেনে রাশিয়ার সৈন্যরা নাৎসিদের মতোই নৃশংসতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রবিবার বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। জেলেনস্কি রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ায় জি-৭ ভুক্ত দেশগুলিকে ধন্যবাদ জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আজকে আমি যে বিষয়টা অনুভব করেছি-তা হল আমাদের সাহায্য করার জন্য বিশ্ব অনেক বেশি আগ্রহী। এটা পুরো বিশ্বের কাছে পরিষ্কার যে, ইউক্রেন এই যুদ্ধে ভালো পক্ষ।” 

তিনি আরও বলেন, 'রাশিয়া হারবে, কারণ অশুভ শক্তি সবসময় পরাজিত হয়। তার দেশে অশুভ শক্তি ফিরে এসেছে। রাশিয়া রক্তাক্ত নাৎসিবাদ পুনরুজ্জীবিত করছে। রাশিয়ার সেনাবাহিনী নাৎসিদের মতোই নৃশংসতা চালাচ্ছে।”

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!