আ.লীগ গণমানুষের আস্থা হারালে না-ও থাকতে পারি: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ১১:৫৩ পিএম

আ.লীগ গণমানুষের আস্থা হারালে না-ও থাকতে পারি: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কিছু আসনের সমঝোতা হয়েছিল। তবে আগামীতে ক্ষমতাসীন দলটি গণমানুষের আস্থা হারালে জাতীয় পার্টি সাথে না-ও থাকতে পারে। ভালো কাজ করলে আওয়ামী লীগের সাথে থাকতে পারে জাপা।

শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টির জোট নেই এমন মন্তব্য করে তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করায় এখন পর্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘নির্বাচনে মানুষ ইভিএম চায় না। জাতীয় পার্টি শুরু থেকেই ইভিএমের বিপক্ষে। কারণ, ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন। ইভিএমে যাকে খুশি তাকে নির্বাচিত করা যায়।’

নির্বাচন বর্জনের ঘোষণা অত্যন্ত কঠিন বলে মনে করে জিএম কাদের বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন বর্জনের ঘোষণা দিইনি। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেব। আমরা জনগণের স্বার্থ বিবেচনায় রেখে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

দীনবন্ধু রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাপার কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারি গোস্বামী, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ। 

Link copied!