মে ১০, ২০২৩, ১২:১৮ পিএম
ই এম কে সেন্টারের অর্থায়নে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) অঙ্গসংগঠন বিল্ডিংএসেটস জার্নালিজম স্কুল বাংলাদেশের ৩ মাসের ফেলোশিপ পেয়েছেন অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রাব্বানী ও মাল্টিমিডিয়া রিপোর্টার সাইমুন মুবিন পল্লব।
গোলাম রাব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। পড়াশোনা চলাকালেই সাংবাদিকতা পেশায় পথচলা শুরু করেন তিনি।
সাইমুন মুবিন পল্লব বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশোনা চলাকালেই এ পেশায় যাত্রা শুরু করেন।
এই ফেলোশিপের আওতায় নির্বাচিত ৪০ জন সাংবাদিক ৩ মাসের একটি প্রশিক্ষণ পাবেন। মোবাইলফোন জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতাসহ ৭টি মডিউলের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকগণ কর্মশালায় প্রশিক্ষণ দেবেন।
এর আগে গত ১০ মার্চ ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করে বিল্ডিংএসেটস জার্নালিজম স্কুল। যাচাই বাছাইয়ের পর ৪০ জনের তালিকা প্রকাশ করে সংগঠনটি। বিল্ডিংএসেটস জার্নালিজম স্কুল সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা-
মো. শাহাবির মিয়া, মো. মোস্তাফিজুর রহমান, আব্দুলাহ আল জুবায়ের, ঝুমুর সাহা, মারজিয়া হাসমি মোমো, নাসিমুল আহমেদ শুভ, সাইমুন মুবিন পল্লব, মনিরুজ্জামান মনির, মো. সবুজ মাহমুদ, গোলাম রাব্বানি, ফারজিয়া সাবরিন, রাফিয়া খানম চৌধুরি, ফাউজিয়া সুলতানা, সারিফা সুলতানা, ইফাত জাহান, ফারহানা হক, মো. হেদায়েত উল্লাহ, মো. আরশাদ আলি, মো. জাহিদুল ইসলাম, মো. মিরাজ হোসাইন, শেখ শাহরুখ ফারহান, মো. মিনহাজুল আবেদিন রিয়াজ চৌধুরি, এম এম হাসমি সরকার, নাইম শান, মো: তানজিল আহমেদ, মো. উসমান গনি, মো. তাজনুর ইসলাম, তাসলিমুল আলম তৌহিদ, শোয়েব আবদুল্লাহ, মাহফুজুর রহমান মানিক, স্টেফান রোজারিও উত্তম, নূর মোহাম্মদ, অমিত বনিক, নাজমুস সাকিব, মো. আসাদুজ জামান, হাসান আল মানজুর, মো. মারিফুল হাসান, আশির্বাদ বিশ্বাস, ইয়াসির আরাফাত।