নিউমার্কেটে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটসহ সেনা, নৌ ও বিমান বাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৩, ০৯:০১ এএম

নিউমার্কেটে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটসহ সেনা, নৌ ও বিমান বাহিনী

রাজধানীর বঙ্গবাজারের মার্কেটের পর এবার নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটের তিনতলায় অগুন লেগেছে। শনিবার ভোর বেলায় মার্কেটের তৃতীয়  তলায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিভিন্ন িইউনিট কাজ করছে। সময় বাড়ার সাথে সাথে ইউনিট বাড়ছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০ টি ইউনিট কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ বহিনী। এছাড়া, র‌্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।  

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবর অনুযায়ী (সকাল সাড়ে ৮টায়) ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।“

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাঁদের আহাজারি করতে দেখা যায়। 

আগুনের  মধ্যেও ব্যবসায়ীরা মার্কেটের প্রথম তলার দোকানগুলো থেকে ঝুঁকি নিয়ে মালামাল বের করে আনছেন। মার্কেটটিতে এই তলায় ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরণের পোশাক বিক্রি করা হয়ে থাকে। ঈদের জন্য বাড়তি মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই ক্ষয়ক্ষতি এড়াতে জীবন-ঝঁকি নিয়েও মালামাল সরাতে ব্যস্ত তারা।

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও যুদ্ধের কারণে গত কয়েক বছরে ব্যবসা না হলেও এবছর ঈদে সে ক্ষতি পুষানোর সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। ব্যবসাও বেশ ভালোই হচ্ছিল। আগুনে নিমিষে শেষ হলো সবকিছু।



ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

Link copied!