পর্যটক ভিসার আবেদন নেওয়া শুরু করবে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২১, ১১:৫৯ এএম

পর্যটক ভিসার আবেদন নেওয়া শুরু করবে ভারত

আগামী ১৫ নভেম্বরের পর নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটে পর্যটক ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে। অবশ্য কেউ চার্টার্ড ফ্লাইট নিয়েও পর্যটন ভিসায় ভারতে যেতে চাইলে ১৫ অক্টোবরের পরই সে সুযোগ মিলবে। আগামী মঙ্গলবার থেকেই ভারতীয় হাই কমিশন বাংলাদেশের পর্যটক ভিসা পরিষেবা শুরু করতে যাচ্ছে। 

ঢাকায় ভারতীয় হাই কমিশন এসব তথ্য জানিয়েছে। এক টুইটে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, কারও কাছে আগে নেওয়া পর্যটক ভিসা থাকলে তা কার্যকর হবে না, সবাইকে নতুন করে ভিসা নিতে হবে।  

আপাতত পর্যটক ভিসায় কেবল আকাশ বা নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাবে। শুধু বাংলাদেশ নয়, সব দেশের নাগরিকরাই ১৫ নভেম্বরের পর পর্যটক ভিসায় ভারতে প্রেবেশের সুযোগ পাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর গত বছর বিদেশিদের সব ধরনে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত। সংক্রমণ কমে আসার পর ব্যবসা, চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনে ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হলেও পর্যটকদের জন্য সীমান্ত বন্ধই রেখেছিল দেশটির সরকার।

মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ অগাস্ট থেকে খুলে দেওয়া হয়। এসব কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হচ্ছে না।

ভারতীয় মন্ত্রণালয়ের হিসাব মতে, ২০১৯ সালে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ৩৫৫ বিদেশি ভারতে ভ্রমণ করেন। তার মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশ। এ সময় বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা ছিল ২৫ লাখ ৭৭ হাজার ৭২৭ জন।

এদের মধ্যে ৭৭ শতাংশ গেছেন বেড়াতে এবং ১৫ দশমিক ৪০ ভাগ গেছেন চিকিৎসার উদ্দেশ্যে। ওই বছর বাংলাদেশিদের জন্য মোট ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।

Link copied!