রাজধানী ছেড়েছে সোয়া ১২ লাখের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২৩, ১২:০২ এএম

রাজধানী ছেড়েছে সোয়া ১২ লাখের বেশি মানুষ

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দকে ভাগাভাগি করে নিতেই নাড়ির টানে বাড়ি ফেরা। ঈদুল ফিতরে পাওয়া ছুটিতে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন ঢাকার বাইরে গেছেন এবং ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

বুধবার (১৯ এপ্রিল) মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে ঢাকার বাইরে যাওয়া এবং ঢাকায় আসা মানুষের হিসাব দিয়েছেন। তিনি চার মোবাইল ফোন অপারেটরের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছেন। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না।

মোস্তাফা জব্বার জানান,  গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯ এবং টেলিটক ১৮ হাজার ১৯০ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

ঈদ উপলক্ষ্যে রাজধানীতেও মানুষ আসছেন। এ সংখ্যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, ঢাকার বাইরে থেকে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০ এবং টেলিটকের ৯ হাজার ৩৫০ জন ব্যবহারকারী ঢাকায় এসেছেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না, বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকে একাধিক সিম ব্যবহার করে থাকেন।

Link copied!