আগস্ট ২৪, ২০২২, ১১:০১ পিএম
অবারও পেছালো সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য এনিয়ে ৯১ বার তারিখ নিলেন।
আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত আগামী ২৬ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। এ মামলায় ৯১তম বারের মতো প্রতিবেদন জমার দেওয়ার দিন বুধবার নির্ধারিত ছিল।
মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় এর আগে অসন্তোষ প্রকাশ করে আলাদা দুটি আদালত
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় বেসরকারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।
সাগর-রুনি হত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে হত্যা মামলা করেন।
এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।অন্যরা হলেন-বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।
প্রথমে এই মামলার তদন্ত শেরেবাংলা নগর থানা-পুলিশ করলেও চার দিন পর তদন্তভার ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
তবে তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল ডিবি হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করলে আদালত র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র্যাব। তবে এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।