নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) নির্বাচনে সংবাদ সম্মেলন করে নৌকার পক্ষে প্রচারণায় নামার ঘোষণা দেওয়া সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার দুপুরে নাসিক নির্বাচন পরিস্থিতি দেখতে এসে নগরীর মরগান স্কুলে প্রিসাইডিং ও রিটার্নিং কর্তকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কে এম নূরুল হুদা বলেন, “শামীম ওসমান সংবাদ সম্মেলন করে মাঠে নামার ঘোষণা দিলেও তিনি নামেননি। এতে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হয়েছে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ নয়।”
নারায়ণগঞ্জে কোনো সমস্যা দেখছি না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে যে প্রার্থীরা আছেন তারা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়ায়নি।” সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বিষয়ে চলমান বিতর্ক নিয়ে কথা বলেন সিইসি। তিনি বলেন, “ইভিএম এমন একটা মেশিন, যার মাধ্যমে ভোট গ্রহণ শেষে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি এবং এটি একটি পরিচ্ছন্ন মেশিন।”
গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, “নৌকার জন্য যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকে থেকে ইনশা আল্লাহ সেভাবে নামলাম।”
ওই সংবাদ সম্মেলনে শামীম ওসমান দলীয় নেতা–কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কে প্রার্থী, হু কেয়ার? কলাগাছ না আমগাছ, সেটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এইটা আমার জাতির পিতার নৌকা, এইটা আমার শেখ হাসিনার নৌকা, এইটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এইটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা…। এই নৌকার বাইরে যাওয়ার কোনো উপায় নেই।’ তার এই ঘোষণাই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন-এমনটাই সিইসি মন্তব্য করেছেন।