ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার ৪

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ০১:০৪ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার ৪

ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিক এবং আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন, আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিক মানিক, তার বাবা আবু বকর সিদ্দিক, ছোট ভাই মাহমুদ সিদ্দিক রতন এবং আদিয়ান মার্টের ব্যবস্থাপক মিনারুল ইসলাম।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৬-এর ঝিনাইদহের (সিপিসি২) স্কোয়াড কমান্ডার তারেক আমান বান্না সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তারেক আমান বান্না জানান, প্রতিষ্ঠানটি তার গ্রাহকদের পণ্য বুঝে না দিয়ে প্রতারণা করেছে এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, ‘প্রথমে জুবায়ের সিদ্দিককে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে আদিয়ান মার্টের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে ব্যবস্থাপক মিনারুল ইসলাম, জুবায়েরের বাবা আবু বকর সিদ্দিক এবং ছোট ভাই রতন সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

একজন ভুক্তভোগী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ টাকার প্রতারণা মামলা করেছেন। তিনি তিনটি মোটরাসাইকেল, ১০টি রেফ্রিজারেটর ও টিভিসহ নানা পণ্য কিনতে প্রতিষ্ঠানটিতে ১৮ লাখ টাকার মতো দিয়েছিলেন। সেখান থেকে লাখ দশেক টাকার মতো পণ্য তিনি বুঝে পেয়েছেন। এ অভিযোগ সত্য ও প্রমাণিত। তার অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Link copied!