ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে আরও একটি মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২১, ০৫:১৫ এএম

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে আরও একটি মামলা

প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।

ইভ্যালির প্রতারণার শিকার আবু হাসান জনি নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক কর্মকর্তা সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে মামলাটি করেন।  বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার অন্য আসামিরা হলেন-আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী আবু হাসান জনি ইভ্যালিতে বিভিন্ন সময়ে ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা দিয়ে ১৩টি পণ্য অর্ডার করেছেন। এরমধ্যে রয়েছে এসি, মোটরসাইকেল ও মোবাইল সেট। আসামিরা পণ্য সরবরাহ না করে বাদীর পুরো টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়।

Link copied!