নভেম্বর ২১, ২০২১, ০৩:০৫ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করেছেন ২০ দলীয় জোটের নেতারা।
রবিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদন পেশ করলে তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে একটি আবেদন নিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসেছিল। তাদের আবেদনটি রেখেছি। মন্ত্রণালয়ের কার্যক্রম শেষ করে আবেদনটি আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেব।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এ আবেদন আইনগতভাবে বিবেচনা করার সুযোগ নেই। মানবিক কারণেই তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য কারাগারের বাইরে রয়েছেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “বিদেশ থেকে যেকোনো বিশেষজ্ঞ চিকিৎক এখানে আসতে পারেন। আমাদের হাসপাতালগুলো ওয়েল ইক্যুইপ্ট। বিদেশ থেকে যেকোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসতে পারে।”
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তারা গণঅনশন, মানববন্ধন, দোয়া অনুষ্ঠান করছে। কোনো বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু, ধ্বংসাত্মক কোনো কর্মসূচির মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা দমন করা হবে।”
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন জানিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আবেদন আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তিনি এটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন।”
সৈয়দ ইব্রাহিম আরও বলেন, ‘অতীতের রাজনৈতিক মান-অভিমান ও তিক্ততা ভুলে গিয়ে সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেওয়ার অনুমতি দেবেন।’
২০ দলীয় জোটের প্রতিনিধিদলে আরো ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।