চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ০৬:৪৪ পিএম

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

ঘোষণা করা হয়েছে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল। তফসিলে বলা হয়েছে, চতুর্থ ধাপে ৮৪০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তফসিল ঘোষণা করেন।

মো. হুমায়ুন কবীর খন্দকার জানান, চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৫ নভেম্বর এবং বাছাই ২৯ নভেম্বর। এরপর, আপিল গ্রহণ করা হবে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি করা হবে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। চতুর্থ ধাপের এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে ৬ ডিসেম্বর।

এরপর, চূড়ান্ত বাছাইয়ের পর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৭ ডিসেম্বর। সবশেষে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। এই ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

Link copied!