জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২২, ০৯:০৯ পিএম

জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক

২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাংচুরের অভিযোগে মতিঝিল থানায় এক মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

এদিন পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। ইশরাকের পক্ষে মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, “তিনি আগাম জামিনে ছিলেন। কোভিডের কারণে বের হতে পারেন নি। তাই কোর্টে হাজিরা দিতে পারেননি।”

রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, “ইশরাক দীর্ঘদিন পলাতক ছিলেন। তার জামিন না মন্জুর হওয়ার পরও তিনি আদালতে সমর্পণ করেননি। তাই তাকে বিশেষ ক্ষমতায়নে গ্রেপ্তার করা হয়েছে।”

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে, বুধবার সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

Link copied!