টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা

তৌফিক হাসান

আগস্ট ৮, ২০২১, ১০:২২ পিএম

টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা

টিকা দেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়াতে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে লাইন। সকাল ৯টা থেকে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সকাল ১০টায়। দুই-তিন ঘন্টা পার হয়ে যাওয়ার পরও টিকা দেওয়ার জন্য ডাক পায়নি বেশিরভাগ মানুষ। এক পর্যায় বাধ্য হয়ে সবাই কাউন্সিলরকে ঘিরে হইচই শুরু করে দেয়।

রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুলে গিয়ে এই চিত্র দেখা যায়। শুধু বনানী নয় উত্তর ও দক্ষিন সিটির বিভিন্ন কেন্দ্রেই একই ঘটনা ঘটে বলে জানা যায়। 

টিকা নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আজিজুল ইসলাম বলেন, ’সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কাল ভোটার আইডি কার্ড নিয়ে রেখেছিলো। বলছে সকালে আসলে টিকা দিয়ে দিবে। এখন ১১টা বাজে, কখন টিকা দিবে’।

একই কথা জানান বনানীর আরেক বাসিন্দা আসরাফ উদ্দিন। তিনি বলেন, ’সকাল ৮টার দিকে আসছি টিকা নেয়ার জন্য। কখন দিবে জানিনা, বলতেছে একটু সময় লাগবে। এই সময়টা কখন শেষ হবে, সেটাও কেউ বলছে না’।

টিকা দিতে এতো সময় লাগছে কেনো জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর মো. মফিজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ’আজকে বৃষ্টির কারণে আমাদের সব ভলান্টিয়ার এসে পৌছাতে পারেনি। তাই আমাদের একটু সময় লাগছে। তবে আমরা ৩০০ জনকেই টিকা দেবো’।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় শনিবার (৭ আগস্ট) থেকে সারাদেশে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই গণটিকা কার্যক্রম চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এসময়ের মধ্যে দেশের ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার টার্গেট রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

Link copied!