দেশে আসছে ১০ কোটি ৪০ লাখ করোনা টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ০৯:০০ পিএম

দেশে আসছে ১০ কোটি ৪০ লাখ করোনা টিকা

বাংলাদেশে আসতে যাচ্ছে ১০ কোটি ৪০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে ইউনিসেফ বাংলাদেশ তাদের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই সংবাদ জানিয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকালে এই ১০ কোটি ৪০ লাখ ডোজের মধ্য থেকে ১০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।

Caption

ইউনিসেফ বাংলাদেশ জানাচ্ছে, ‘বাংলাদেশ সরকার, ইউনিসেফ ও এডিবির ৫৭৬ মিলিয়ন মার্কিন ডলার চুক্তির মাধ্যমে এ বিপুল সংখ্যক ডোজ সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা দেশে মহামারি প্রতিক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান’।

ইউনিসেফ আরো লিখেছে, কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে এ টিকা দেশে আসবে, যার মধ্যে প্রথম ১০ লাখ ডোজ আজ সকালে পৌঁছে গেছে।

Link copied!