নভেম্বর থেকে প্রতিমাসে দেওয়া হবে ৩ কোটি টিকা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২১, ১২:৫৫ এএম

নভেম্বর থেকে প্রতিমাসে দেওয়া হবে ৩ কোটি টিকা

নভেম্বর মাস থেকে প্রতিমাসে তিন কোটি করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ‘দেশে টিকার অভাব নেই। আমাদের করোনা ভাইরাসের ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে‘।

এসময় মন্ত্রী আরো বলেন, ‘নভেম্বর থেকে প্রতি মাসে ৩ কোটি করে টিকা ডোজ দেওয়া হবে’।

তিনি আরও বলেন, চলতি মাসেও (অক্টোবর) ৩ কোটি টিকা দেওয়া হবে। এছাড়াও বিশ্বের অন্য দেশে বসবাসরত বাঙালিরাও ভ্যাকসিন পাবেন।

Link copied!