নিখোঁজের ৪ দিন পর ভেসে ওঠলো ৪ জনের লাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৯:৩৫ এএম

নিখোঁজের ৪ দিন পর ভেসে ওঠলো ৪ জনের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার ৪ দিন পর মা-মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এখনও নিখোঁজ আছেন ৬ জন। উদ্ধারকৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন রবিবার বিষয়টি নিশ্চিত করেন।

আবদুল্লাহ আল আরেফিন জানান, যেখানে ট্রলার ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে চারটি মরদেহ ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয় স্থানীয় লোকজন। আমরা গিয়ে উদ্ধার করি। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এরইমধ্যে এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান, চালক জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য। তাদের গ্রেপ্তার করা হয়েছে, জব্দ করা হয়েছে লঞ্চটিও।

Link copied!