নির্বাচনে প্রভাব বিস্তার করি না, লোকবলও নেই: আইভী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ০১:৫২ এএম

নির্বাচনে প্রভাব বিস্তার করি না, লোকবলও নেই: আইভী

রাজনৈতিক প্রভাব বিস্তার করার মতো লোকজন নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন বলেন, প্রভাব বিস্তার করার মতো লোকবল আমার নেই। প্রশাসনও আমার পক্ষে নেই।আমি নির্বাচনে প্রভাব বিস্তার করি না।”

‘নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ ১৮ বছর ধরে জানে’ উল্লেখ করে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, “আমাকে তারা দেখেছে। আমি যা বলি প্রকাশ্যেই বলি। আমি আরও দুটি সিটি নির্বাচন করেছি। কেউ বলতে পারবে না নির্বাচনে প্রভাব বিস্তার করেছি। নির্বাচনে উনি (তৈমূর) প্রচারণা চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। কিন্তু এর বাইরে কী হচ্ছে আমি জানি না, জানতেও চাই না।” আমি এই মুহূর্তে আমার জনগণকে নিয়ে আছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাইছি বলেও  তিনি জানান।

গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে তৈমূর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, ‘আমাকে এই শহরের মানুষ জানে। প্রভাব বিস্তার করার মতো লোকবল আমার নেই। প্রশাসনও আমার পক্ষে নেই। নিশ্চয়ই প্রতিটা নির্বাচনে প্রশাসনের একটা কৌশল (স্ট্র্যাটেজি) থাকে। তারা কী করছে আমি জানি না। অপর প্রার্থী কী অভিযোগ করেছেন, সেটি আমার দেখার বিষয় না। প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে।’

তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, “উনি (তৈমূর) কেন এমন অভিযোগ করছেন, আমি জানি না। হয়তো এটি তাঁর নতুন কোনো চাল!”  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিধি মোতাবেক তিনি (শামীম ওসমান) নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন না।”

Link copied!