পদ্মা ও মেঘনার নামে নতুন দুই বিভাগ, কুমিল্লা নামকরণে প্রধানমন্ত্রীর না

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০১:২৪ পিএম

পদ্মা ও মেঘনার নামে নতুন দুই বিভাগ, কুমিল্লা নামকরণে প্রধানমন্ত্রীর না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নতুন দুটি বিভাগ ঘোষণা করার কথা জানিয়েছেন। দেশের প্রধান দুই নদী পদ্মা ও মেঘনার নামে এ দুই বিভাগের নামকরণ করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধনকালে ভার্চ্যুয়াল বৈঠকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণার দাবির জবাবে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইচ্ছা ব্যক্ত করেন। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি দুটো বিভাগ বানাবো দুটো নদীর নামে। পদ্মা ও মেঘনা, এই দুই নদীর নামে আমি বিভাগ দুটির নামকরণ করতে চাই। এর মধ্যে ফরিদপুর অঞ্চলকে নিয়ে বিভাগের নাম হবে পদ্মা এবং কুমিল্লা অঞ্চলকে নিয়ে বিভাগের নামকরণ করা হবে মেঘনা।

আ ক ম বাহাউদ্দীন বাহার এ সময় আপত্তি জানিয়ে আবারও কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করার দাবি জানান। প্রধানমন্ত্রী সে দাবিকে নাকচ করে দিয়ে বলেন, কুমিল্লা জেলার সাথে মোশতাকের নাম জড়িত। কুমিল্লার নাম নিলেই মোশতাকের কথা মনে পড়ে। কুমিল্লাকে বিভাগ করা হবে না। 

এ সময় আ ক ম বাহাউদ্দীন বাহারসহ সভায় উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আবারও আপত্তি জানান। এ সময় তারা কুমিল্লা জেলার রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে কুমিল্লার নামে বিভাগ ঘোষণা করার দাবি তুলতে থাকেন। 

তবে প্রধানমন্ত্রী আবারও তাদের আপত্তিকে সরাসরি নাকচ করে দিয়ে বলেন, আরও অন্যান্য জেলাও চায় তাদের নামে বিভাগের নামকরণ করা হোক। কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করলে অন্যান্য জেলা কুমিল্লা বিভাগের অধীনে আসতে চাইবে না। 

প্রধানমন্ত্রী এ সময় কুমিল্লা জেলার আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্লোগান দেয়া হয়েছিলো পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা। সেখানের দুটি নদীর নাম আমি স্মরণীয় করে রাখতে চাচ্ছি। এ প্রস্তাবনা যদি তোমরা মেনে নাও তবে বিভাগ হবে, নইলে হবে না।

Link copied!