প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২১, ০৭:১৪ এএম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

স্কটল্যান্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির যুক্তরাজ্য শাখা।

রবিবার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন। এতে অংশ নিবেন ১৯৫ দেশের রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি ও বিজ্ঞানীরা। অংশগ্রহণ করবেন শেখ হাসিনাও।

স্কটল্যান্ডে সম্মেলনের পর যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী। লন্ডনে বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীদের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। এই সফর ঘিরে এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ।

অন্যদিকে সফর ঘিরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এরইমধ্যে স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছেছে যুক্তরাজ্য শাখা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এর আগে, খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে স্মারকলিপি দেয় দলটি।

তবে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, দেশের ভাবমূর্তি রক্ষায় শান্তিপূর্ণভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হবে দুই দলের কর্মসূচি।

Link copied!