প্রশাসন কখনো আমার হাতের মুঠোয় ছিল না: আইভী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২২, ০৪:৪৯ পিএম

প্রশাসন কখনো আমার হাতের মুঠোয় ছিল না: আইভী

মেয়র হিসেবে ক্ষমতায় থাকলেও প্রশাসন কখনও আমার হাতের মুঠোয় ছিল না, নেওয়ার চেষ্টাও করিনি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার সকালে নগরীর ১৬নং ওয়ার্ডে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, “প্রশাসন আমার হাতের মুঠোয় কথাটা সঠিক না। প্রশাসন কখনো আমার হাতের মুঠোয় ছিল না, আমি কখানো প্রশাসনকে হাতের মুঠোও আনার চেষ্টাও করি নাই। আমি সবসময়ই মানুষের দোড় গোড়ায় গিয়েছি। আমি আমার জনগণকে কাছে রাখার চেষ্টা করেছি নট প্রশাসন।” 

তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী হিসেবে আমি কখনো বাড়তি সুযোগ পাই নাই, এখনো পাইনি। আর বাড়তি সুবিধা নিতে আমি পছন্দ করি না।

আইন-শৃঙ্খলার অবনতি হলে প্রশাসন দেখবে উল্লেখ করে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, “ আমার এটা দেখার এখন সময় নাই। আমার জনগণের কাছে যেতে হবে, জনতার ভোট চাইতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যদি সমস্যা হয় তাহলে এখানে যৌথভাবে প্রশাসন কাজ করছে তারা দেখবে। প্রত্যেক নির্বাচনের আগে একটু সমস্যা হতেই পারে। এই জন্য আমি মনেকরি প্রশাসন অত্যন্ত সচেতন। তারা এইগুলো দেখভাল করবে।” 

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি জানি না কাকে কোথায় ধরা হচ্ছে। উনি নাম বলুক, আমি একজনের কথাই জানি যে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে তার নামে হেফাজতের মামলা ছিল। কাকে ধরেছে কি হচ্ছে সেটা আমি জানি না। সেটা আমার জানার ব্যাপারও না।”

ভোটারদের পজিশন কোন দিকে যাচ্ছে-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নৌকার দিকেই চলে যাচ্ছে। আগেও ছিল নৌকার দিকে, এখনো নৌকার দিকে, আগামী ২ দিনও থাকবে নৌকার দিকে। ১৬ তারিখের পরেও নৌকার দিকেই থাকবে।”জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলেও জানান আইভী।

Link copied!