প্রশ্ন ফাঁসের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ১২:৪৯ পিএম

প্রশ্ন ফাঁসের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্কবার্তা উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ, কোথাও প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু, গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে’।

কেউ যেন গুজবে কান না দেন সে বিষয়ে আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকদের অনুরোধ করব, কোনোরকম গুজবে কান দেবেন না। আপনার সন্তান যেন কোনোভাবে গুজবে কান না দেয়, সে ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন’।

এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনোরকম অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এটিতে কোনো সন্দেহ নেই’।

পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের অভিভাবকদের কেন্দ্রের বাইরে জটলা না করার অনুরোধ জানিয়ে ডা. দীপু মনি বলেন, ‘বেশির ভাগ প্রতিষ্ঠানে অভিভাবকদের অপেক্ষা করার খুব ভালো ব্যবস্থা নেই। পরীক্ষাকেন্দ্রের বাইরে অনেক ভিড় থাকছে, সেখানে স্বাস্থ্যবিধি মানাও খুব একটা সম্ভব হচ্ছে না। সে কারণে অভিভাবকদের অনুরোধ করব, যেন তারা এ ব্যাপারে একটু যত্নবান হন।

Link copied!