ফয়সালা হবে রাজপথেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২১, ০৭:৫৯ পিএম

ফয়সালা হবে রাজপথেই: ফখরুল

আন্দোলনের বিকল্প নেই, ঐক্য সৃষ্টি করতে হবে, ফয়সালা রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের লড়াই আরো বেগবান হচ্ছে। আমরা বিশ্বাস করি এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গণআন্দোলনে পরিণত হবে। রাজপথেই ফয়সালা হবে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ভোটাধিকার হরণের কালো দিবসের ৩য় বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল এই আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় সকলে, বন্দি অবস্থায় হাসপাতালে আছেন তবুও তিনি মাথা নত করেননি এই সরকারের কাছে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসায় বিএনপির চলমান কর্মসূচী খুব (শিগগিরই) অল্প সময়ের মধ্য দিয়ে গণআন্দোলনে রূপ নেবে।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে যে ষড়যন্ত্র শুরু করে এদেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা এখনো লড়াই করছি, আমাদের লড়াই আরো বেগবান হচ্ছে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে।

মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গন আন্দোলনে পরিনিত হবে। এবং গন আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হবো। আমরা আমাদের গনতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবো।

খালেদা জিয়ার মুক্তিই একমাত্র কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা দেশনেত্রী বেগম নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত চাই। এইটা আমাদের এক নাম্বার কথা। কারন তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র জীবিত নেত্রী যিনি গনতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ৯ বছর সংগ্রাম করেছেন। উড়ে এসে প্রধানমন্ত্রী হন নাই, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন।

Link copied!