বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২১, ০৪:৪০ পিএম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো। শনিবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) নির্বাহী বোর্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে। নির্বাহী বোর্ডের ২১০তম সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এই প্রথম বঙ্গবন্ধুর নামে কোনো আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হলো।

আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ‌্য ক্রিয়েটিভ ইকোনমি' শীর্ষক এ আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি বা সংস্থাকে দেওয়া হবে।

বঙ্গবন্ধুকন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Link copied!