বোনের মৃত্যুর পরের দিনই চলে গেলেন ছোট বোন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:৩২ এএম

বোনের মৃত্যুর পরের দিনই চলে গেলেন ছোট বোন

চট্টগ্রামের বাকলিয়ায় একটি পাঁচতলা ভবনে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে সেই দুই বোন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।

গতকাল সোমবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেও  নিশ্চিত করেছেন তাদের বাবা আলাউদ্দিন খালেদ।

তিনি বলেন, দুই বোন ৩ ফেব্রুয়ারি দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাই। সেখানে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে আমার ছোট মেয়ে সামিয়া খালেদ মারা যান। আর রবিবার (৬ ফেব্রুয়ারি) বড় মেয়ে সাবরিনা খালেদ মারা গেছেন।

বড় মেয়ে সাবরিনা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছিলেন।  আর ছোট মেয়ে মহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বিসমিল্লাহ টাওয়ার নামে একটি পাঁচতালা ভবনে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। গত ৩ ফেব্রুয়ারি সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটলে সাবরিনা ও সামিয়া দগ্ধ হন।

পরে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।

Link copied!